শিরোনাম: |
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে রানা হোসেন (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে। মৃত রানা হোসেন সান্তাহার পৌর শহর বশিপুর সাকিদার পাড়া রফিকুল ইসলামের ছেলে। শনিবার দিবাগত রাতে ওই এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত রানা হোসেন শনিবার দিবাগত রাতে নিজ গৃহে সবার অজান্তে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছে। এমন খবর পেয়ে রবিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পরিবারের কেউ বাদী না হওয়ায় পুলিশ লাশটির দাফনের জন্য অনুমতি দেন।
সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|