শিরোনাম: |
বগুড়ার ধুনট শহরের হাসপাতাল সড়কের দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানের নাম মেসার্স জেমী মেশিনারীজ ও মেসার্স আল-আমিন ট্রেডার্স। দূর্বৃত্তরা দু’টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকাসহ কমপক্ষে ৫০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
জানা গেছে, শহরের স্কুল মার্কেটের সামনে অবস্থিত বদিউজ্জামান বদির মালিকাধিন মেসার্স জেমী মেশিনারীজ এবং আল-আমিনের মালিকাধিন মেসার্স আল-আমিন ট্রেডার্স। অন্যান্য দিনের বৃহস্পতিবার ব্যবসা শেষে দোকানঘর বন্ধ করে বাসায় যান ব্যবসায়ীরা।
এ অবস্থায় রাতে কোন এক সময় দূর্বৃত্তরা ব্যবসা প্রতিষ্ঠানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ব্যবসা প্রতিষ্ঠানে রক্ষির বাক্স ভেঙে নগদ টাকা ও মালামাল নিয়ে গেছে। শুক্রবার সাকালের দিকে বাসা থেকে ব্যবসা প্রতিষ্ঠানে পৌছে চুরির বিষয়টি টের পেয়েছেন দুই ব্যবসায়ী।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী বদিউজ্জামান বদি শুক্রবার দুপুরের দিকে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে ওই অভিযোগে কোন আসামীর নাম উল্লেখ নেই।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, ব্যবসায়ীর অভিযোগটি সাধারণ ডাইরী (জিডি) হিসেবে রেকর্ড করে তদন্ত করা হচ্ছে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|