শিরোনাম: |
বুধবার সকাল থেকে বগুড়ার সান্তাহার সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে একাদশ শ্রেণীর ভর্তি শিক্ষার্থীদের ভর্তি র্কাযক্রমের শিক্ষার্থীদের সহযোগতিা করার জন্য তথ্য সেবা কেদ্রে বসানো হয়েছে। এছাড়াও ফ্রি মাস্ক বিতরন, হাত ধোয়ার ব্যবস্থাসহ সর্তকতা মূলক ব্যানার দেওয়া হয়েছে।
ছাত্রলীগ নেতা তানভী রহমান তনুর সভাপতিত্বে এসব র্কাযক্রম চলছে। এ সব কার্যক্রমে সহযোগতিা করনে কলেজে ছাত্রলীগ নেতা পিয়াল, পল্লব, হৃদয়, নিলয়, অনিক, বাপ্পী, প্লাবন, সৌরভ প্রমূখ।
কলজে ছাত্রলীগরে এ কার্যক্রম কেলেজের ভর্তির শেষ দিন র্পযন্ত চলমান থাকবে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|