শিরোনাম: |
বগুড়ার আদমদীঘিতে এক প্রবাসীর স্ত্রী হেলেনা খাতুনের (৩০) লাশ থানা পুলিশ উদ্ধার করে বগুড়া মর্গে প্রেরন করেছেন। এ ব্যাপারে আদমদীঘি থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।
আদমদীঘি থানা পুলিশ সুত্রে জানা গেছে, আদমদীঘির বিহিগ্রামের হেলাল হোসেনের মেয়ের সাথে কড়ই আকন্দ পাড়ার প্রবাসী আনোয়ার হোসেনের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে দুটি সন্তান রয়েছে। গত বৃহস্পতিবার আনোয়ার হোসেন বিদেশ থেকে বাড়িতে ফিরে আসে। এরপর স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
শনিবার গভীর রাতে প্রবাসীর স্ত্রী হেলেনা খাতুন গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে বিরোধের কোন কারন জানা যায়নি। থানা পুলিশ খবর পেয়ে রবিবার লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে।
এ ব্যাপারে মামলার তদন্তকারী অফিসার এস আই ফজলুল হক লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেন।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|