শিরোনাম: |
নেত্রকোনার দুর্গাপুরের কেরনখলা গ্রামে কৃষি জমিতে কাজ সময় বজ্রপাতে শফিকুল ইসলাম (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের আকবর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত শফিকুল ইসলাম আমন চারা লাগানো জমিতে বৃষ্টির পানি আটকানোর জন্য ভোরে বাড়ী থেকে বের হয়ে যান। পরে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দীর্ঘক্ষণ সময় বাড়ি না ফেরায় তার বাবা আকবর আলী ধান খেতে গিয়ে তার লাশ পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্গাপুর থানার ওসি শাহ্নুর এ আলম ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|