শিরোনাম: |
কুমিল্লার চৌদ্দগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবর (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। সে চৌদ্দগ্রাম পৌরসভাধিন দক্ষিণ ফালগুনকরার আব্দুস সালাম ড্রাইভারের ছেলে। এঘটনায় শাকিল (২৫) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছে। সে একই গ্রামের আবুল কালামের ছেলে।
জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় নিজ বাড়ী থেকে মোটরসাইকেলযোগে বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফালগুলকরা দীঘি সংলগ্ন স্থানে পৌঁছলে পেছন দিক থেকে আগত ঢাকাগামী অজ্ঞাতনামা একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাবর নিহত হয়। অপর আরোহী শাকিলকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এবিষয়ে মিয়া বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই খোকন মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কিছুই পাওয়া যায়নি। আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|