শিরোনাম: |
কুষ্টিয়ার ভেড়ামারা থানা অগ্নি নির্বাপণ ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়। আজ সোমবার দুপুর ১২ টার সময় ভেড়ামারা থানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর উদ্যোগে অগ্নি নির্বাপন ও উদ্ধার মহড়া অনুষ্ঠিত হয়।
এই মহড়ায় জরুরী অবস্থায় কোথায় কিভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয় তার উপরে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয় বিশেষ করে গ্যাস সিলিন্ডার সহ ছোটখাটো আগুন লাগলে কিভাবে তাৎক্ষণিক ভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায় তার বাস্তবধর্মী প্রশিক্ষণ সহ নানা বিষয়ে বাস্তব জ্ঞান দান করেন।
ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার প্রবীর কুমার দেবনাথ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল বেরুনী, ভেড়ামারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ জালাল, তদন্ত কর্মকর্তা জহুরুল ইসলাম সহ থানার অফিসার ও পুলিশ সদস্য বৃন্দ।
ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার প্রবীর কুমার দেবনাথ তিনি জানান জনসাধারণকে উদ্বুদ্ধ করার জন্য এবং কোথায় আগুন লাগলে দ্রুত কিভাবে নেভানো যায় এই বিষয়ের উপরে আমরা প্রতি সপ্তাহে এই ধরনের মহড়া দিয়ে থাকি এবং জনসচেতনা বৃদ্ধির জন্য আমরা গণসংযোগ মাঝেমধ্যে করে থাকি।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|