Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ এবার বাংলাদেশে শান্তিরক্ষী পাঠাতে লোকসভায় প্রস্তাব ■ দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি ■ ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়ালো ■ চিন্ময়ের জামিন শুনানি নিয়ে যা বললো ভারতীয় সংবাদমাধ্যম ■ সবার সঙ্গে বসছেন ড. ইউনূস, লক্ষ্য জাতীয় ঐক্য ■ একটি ইস্যু দিয়ে দুই দেশের সম্পর্ক মূল্যায়ন করা যাবে না ■ আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সেবা বন্ধ
বিরূপ আবহাওয়ায় মাছচাষীদের জন্য করণীয়
Published : Monday, 7 September, 2020 at 9:28 PM

বিরূপ আবহাওয়ায় মাছচাষীদের জন্য করণীয়

বিরূপ আবহাওয়ায় মাছচাষীদের জন্য করণীয়

কখনো বৃষ্টি কখনো রোদ। আবার কখনো বন্যা কখনো খরা। এই রকম অবস্থায় কি ব্যবস্থা নিবেন এই নিয়ে অনেকটা দ্বিধাদন্দ্বে থাকেন মাছ চাষী সহ বিভিন্ন খামারীরা। অনেক সময় সঠিক ব্যবস্থাপনা না নিতে পেরে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয় মাছ চাষীদের। এমতাবস্থায় মাছ চাষীদের কি করনীয় রয়েছে সেসব নিয়ে পরামর্শ দিয়েছেন পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া এর সহকারী পরিচালক কৃষিবিদ মো: আশরাফুল আলম।

তিনি জানান, একদিকে করোনা অন্যদিকে বন্যার পরিস্থিতির কারনে পুকুর থেকে মাছ ভাসিয়ে যাওয়ার কারণে নাজুক অবস্থায় রয়েছেন মাছ চাষীরা। বেশ কিছুদিন ধরে আবহাওয়ায় বিরুপ অবস্থা লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি দেখা গেছে মেঘলা আকাশ, হঠাৎ বৃষ্টি আর প্রচন্ড দাবদাহে  রাজশাহী ও এর আশেপাশের জেলায় দুই দিনে (১ ও ২ সেপ্টেম্বর) প্রায় ৬১৬ মেট্রিক টন মাছ মরে গেছে যার আনুমানিক অর্থমূল্য ১৪.৫ কোটি টাকা (দৈনিক ইত্তেফাক, ০৪ সেপ্টেম্বর, ২০২০)। এই করোনা পরিস্থিতিতে মাছ চাষ চাষীদের জন্য এই বৈরী আবহাওয়া যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাড়িয়েছে। এরই মধ্যে আবার ধেঁয়ে আসছে শক্তিশালি প্রায় পুর্ণাঙ্গ বৃষ্টি বলয় আঁখি-২। যা আরও উদ্বেগ ও আতংক তৈরি করেছে মাছ চাষীদের মাঝে।

এটা শুধুমাত্র রাজশাহী জেলাই নয়। দেশের উত্তরাঞ্চল জুড়ে এর প্রভাব লক্ষ্য করা গেছে। হঠাৎ বৃষ্টি বাতাসে বিদ্যমান নাইট্রক এসিডকে পুকুরের পানিতে মিশিয়ে ফেলে। এছাড়াও, বৃষ্টির পানি বাড়ির ঢাল ও পুকুর পাড়ের নির্গত জৈব এসিড পুকুরের পানিতে মিশিয়ে পুকুরের পিএইচকে কমিয়ে দেয়। হঠাৎ তাপমাত্রা ও পিএইচ এর পরিবর্তন মাছকে প্রচন্ড ভাবে দূর্বল করে ফেলে। ফলশ্রুতিতে মাছ মারা যাওয়া কিংবা খাবি খাওয়ায় ঘটনা ঘটছে। তাপমাত্রা বেশি হলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যায়। আবার মেঘলা আবহাওয়ায় পানিতে অক্সিজেন তৈরী বাধাগ্রস্ত হয়। এছাড়া অনেক সময় অতিরিক্ত ফিড খাওয়ানোর কারণে বিপাকীয় কাজে অক্সিজেন ব্যবহৃত হওয়ায় মাছের অক্সিজেনের চাহিদা বেড়ে যায়। ফলে এই সময় পুকুরে অক্সিজেন স্বল্পতা দেখা দেয় এবং মাছ খাবি খেতে থাকে ও মারা যায়।

আশরাফুল আলম আরও বলেন, বিরুপ আবহাওয়ায় প্রচন্ড চাপ থাকার কারণে মাছের খাদ্য গ্রহনের চাহিদা কমে যায় এবং প্রতিকূল পরিবেশে পুকুরে খাবার প্রয়োগ করলে অপচয়কৃত খাবার, মাছের মলমূত্র ও পুকুরের কাদায় বিদ্যমান অতিরিক্ত নাইট্রোজেন ও অ্যামোনিয়া গ্যাস মাছের ক্ষতি করতে থাকে। তাই বিরূপ আবহাওয়ায় মাছচাষীদের নিম্নোক্ত বিষয়ে খেয়াল রাখতে হবে। তাহলে অনেকাংশেই মাছ মারা যাওয়ার ঝুঁকি কমে যাবে।

(১) মেঘলা আবহাওয়ায় পুকুরে শতক প্রতি ৪-৫ টি অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করা অথবা এয়ারেটরের ব্যবস্থা করা।

(২) পুকুরের প্রয়োগকৃত খাবারের দুই তৃতীয়াংশ কমিয়ে ফেলা।

(৩) পুকুরের পানির পিএইচ, অ্যামোনিয়া পরিমাপ করে প্রয়োজন অনুসারে চুন, লবণ, জীবাণুনাশক ও বেনজাকোনিয়াম ক্লোরাইড (বিকেসি) গ্রুপের ঔষুধ প্রয়োগ করতে হবে।

(৪) পুকুরে প্রতি মাসে ১০০ থেকে ২০০ গ্রাম চুন, লবণ এবং ৫০ গ্রাম চিটাগুড় প্রয়োগ করতে হবে।

(৫) প্রয়োজনে অতিরিক্ত মাছ উঠিয়ে পরিমিত পরিমাণে মাছ পুকুরে মজুদ রাখা এবং মর্টার বা শ্যালো মেশিনের সাহায্যে পুকুরের পানি এক তৃতীয়াংশ পরিবর্তন করে নিতে হবে।

মো: আশরাফুল আলম
সহকারী পরিচালক, আরডিএ, বগুড়া।


দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh


আপনার মতামত দিন
বাজারে সবজিতে সয়লাব বাজার; নাগালে নেই দাম
নিজস্ব প্রতিবেদক
Friday, 29 November, 2024
বাজারে যাওয়ার আগে জেনে নিন সবজির মূল্য
নিজস্ব প্রতিবেদক
Friday, 22 November, 2024
সিন্ডিকেট ভাঙতে হবে, কৃষিবাজার
অর্থনীতি ডেস্ক
Thursday, 24 October, 2024
৭ হাজার টাকায় একটা ইলিশ!
কুয়াকাটা প্রতিনিধি
Tuesday, 8 October, 2024
বৃষ্টির অজুহাতে সবজির বাজার অস্থির!
অর্থনীতি ডেস্ক
Friday, 4 October, 2024
বিশ্ববাজারে চালের দাম বেশি
অর্থনীতি ডেস্ক
Saturday, 7 September, 2024
কমেছে মুরগি, বাড়েনি সবজির দাম
নিজস্ব প্রতিবেদক
Thursday, 8 August, 2024
তীব্র শীতে ফসলের ক্ষতির আশঙ্কা
বিবিসি বাংলা
Monday, 15 January, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up