শিরোনাম: |
বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জের ধরে একই দিনে বিষপানে নাহিদা বেগম নামের এক গৃহবধু ও আনিছুর রহমান নামের এক কৃষক মারা গেছে।
জানা যায়, আদমদীঘির নিমকুড়ী গ্রামে দুই সন্তানের জননী নাহিদা বেগম নামের গৃহবধু তার পারিবারিক কলহের জের ধরে রবিবার দুপুরে বিষপান করে অসুস্থ্য হয়ে পড়লে তাকে আদমদীঘি হাসপাতালে নেওয়ার পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
অপরদিকে একই উপজেলার বশিকোড়া চকপাড়ান সামছদ্দীনের ছেলে আনিছুর রহমান রবিবার সকাল ৯ টায় ধান ক্ষেতের মধ্যে গিয়ে বিষপান করে অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেয়ার পথে মারা যায়। পুলিশ ঘটনাস্থলে পৌছে ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেয়।
এ ব্যাপারে এস আই রবিউল করিম জানায়, বাদী না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|