শিরোনাম: |
কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রাপুর ছাত্র কল্যাণ সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের যাত্রাপুর গ্রামে এ উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বাতিসা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. আব্দুস সাত্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক মো. হাবিবুর রহমান।
সংস্থার সভাপতি মো. জহিরুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যাত্রাপুর যাত্রাপুর ছাত্র কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মো. শেখ ফরিদ, যাত্রাপুর সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন, যাত্রাপুর সমাজকল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি ও যাত্রাপুর ছাত্র কল্যাণ সংস্থার উপদেষ্টা মো. শাখাওয়াত হোসাইন শামীম, বিশিষ্টজন মো. জাকির হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, মো. হেলাল উদ্দিন, মো. ইমদাদুল হক, মো. নুরুল আলম, মো. শরীফুল ইসলাম, জামিম শাহ্।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন যাত্রাপুর ছাত্র কল্যাণ সংস্থার সহ-সভাপতি মো. কামরুল হাসান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, কলেজ ও স্কুল বিষয়ক সম্পাদক মো. ফয়সাল মাহমুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. রায়হান হোসাইন, প্রচার ও তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া হোসাইন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/বি
আপনার মতামত দিন
|