নড়াইলের লোহাগড়া উপজেলার মধুমতী নদীতে বেড়াতে গিয়ে ট্রলার থেকে পড়ে এক পুলিশ সদস্য ও তার ছেলে নিখোঁজ হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কালনাঘাটে মধুমতী নদীতে এ ঘটনা ঘটে।
শনিবার ভোর থেকে তাদের উদ্ধার করতে বাংলাদেশ নৌবাহিনীর খুলনা অঞ্চলের সাত সদস্যের ও বরিশাল থেকে আসা ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল কাজ করছে বলে জানা গেছে। নিখোঁজ পুলিশ কনস্টেবলের নাম আবু মুসা রেজওয়ান (২৮) ও তার ছয় মাস বয়সী শিশুপুত্র আনাস।
আবু মুসা পুলিশ সদর দফতরে কর্মরত ছিলেন। তিনি লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের আজাদ মোল্লার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, মুসা তার কর্মস্থল থেকে এক সপ্তাহ আগে ছুটিতে বাড়িতে ফেরেন। গত শুক্রবার বিকালে ট্রলার ভাড়া করে মুসা তার স্ত্রী, ছেলেসহ আটজন আত্মীয় মিলে কালনাঘাট এলাকার মধুমতি নদীতে ঘুরতে বের হন।
নদীতে ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় তারা ঘাটের দিকে ফিরছিলেন। এ সময় কালনা ঘাটে নির্মাণাধীন সেতু এলাকায় এসে মাঝ নদীতে তাদের ট্রলারের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে স্রোতের তোড়ে ট্রলারটি নির্মাণাধীন কালনা সেতুর একটি পিলারের সঙ্গে ধাক্কা খায়।