শিরোনাম: |
গত ২১ আগস্ট বান্দরবানে পূরবী বার্মিজ মার্কেটে (সুপার) ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৪ ব্যবসায়ী ও নারী উদ্যোক্তাদের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্তণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
২৭ আগস্ট বৃহস্পতিবার বিকালে বান্দরবান সদরের পূরবী বার্মিজ মার্কেটে এর সামনে এই ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্তণালয়ের আপদকালীন খাত থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্থ প্রতি ব্যবসায়ীদের ২০ হাজার টাকা, ৫০ কেজি চাল ও বান্দরবান চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির এর পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
ত্রাণ সহায়তা প্রদানকালে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মা. শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মা. রেজা সরোয়ার, পৌর মেয়র মাহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মাজাম্মেল হক বাহাদুরসহ প্রমূখ উপস্তিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে সংক্ষিপ্ত বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, আমাদের সবাইকে আরো বেশি সচেতন হতে হবে। আগুন নিয়ন্ত্রণে প্রতিটি মার্কেটে পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে।
মন্ত্রী আরও বলেন, আমাদের এই ক্ষতি কাটিয়ে সবাইকে আবারও পুরোদমে ব্যবসায় নামতে হবে এবং সেই সাথে সাথে সর্তকতা অবলম্বন করতে হবে।
প্রসঙ্গত, ২১ আগস্ট বিকালে ভয়াবহ অগ্নিকান্ডে বান্দরবান সদরের পূরবী বার্মিজ মার্কেটে আগুন লেগে ২৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়, আর এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|