শিরোনাম: |
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন প্রবাসীদের প্রিয়মুখ ইফতেখার রহমান স্বপনের মৃত্যুতে দোয়া মাহফিল গত ২২ আগষ্ট ২০২০ শনিবার সন্ধ্যায় মেডফোর্ডের ইসলামিক কালচারাল সেন্টার অব মেডফোর্ড (আইসিসিএম)-এ অনুষ্ঠিত হয়। বোস্টন প্রবাসী ইফতেখার রহমান স্বপন গত ৬ জুলাই সোমবার রাত সাড়ে ১০টার দিকে মেডফোর্ডের নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন অগ্ন্যাশয়ের ক্যান্সারে গুরুতর অসুস্থ ছিলেন। মার্কিন সংবাদমাধ্যম বাংলা প্রেস এখবর জানিয়েছে।
ইফতেখার রহমান স্বপনের মৃত্যুতে গত ২২ আগষ্ট শনিবার মেডফোর্ডের আইসিসিএম পরিচালিত বাংলাদেশি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম এহসান ওয়ারি। উক্ত দোয়া মাহফিলে মরহুমের নিকটাত্মীয় ছাড়াও বোস্টনের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরে অগ্ন্যাশয়ে ক্যান্সার ধরা পড়ে স্বপনের। প্রায় ছয় মাস তিনি ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। মাঝে মধ্যে বাসায় আসা যাওয়া করতেন। মৃত্যুর কয়েক মাস আগে তার শারীরিক অবস্থার ভীষন অবনতি দেখা দিলে পুনরায় হাসপাতালে ভর্তি করে সেখানে কেমোথেরাপি দেওয়া হয়।
ইফতেখার রহমান স্বপন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবদ্দশায় তার বাড়িতে নিরাপত্তাকর্মির দায়িত্বে নিয়োজিত ছিলেন। ওই সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের সাথে তার বেশ শখ্যতা গড়ে ওঠে। এ কারণেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপনকে ভালোবাসতেন এবং খুব আদর করতেন।
তিনি ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ২৯ বছর আগে যুক্তরাষ্ট্রে আসার পর তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে তা মঞ্জুর হয়। সেই থেকে তিনি যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন। প্রথম ৮ বছর তিনি নিউইয়র্কে ছিলেন। গত ১৯৯৮ সাল থেকে তিনি ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের মেডফোর্ডে বসবাস করছেন। ১৯৫৪ সালে রংপুরের গুপ্তপাড়ায় স্বপন জন্মগ্রহণ করেন। ঢাকার লালমাটিয়া এলাকায় কেটেছে তার শৈশব ও বাল্যকাল।
প্রয়াত ইফতেখার রহমান স্বপন নিউ ইংল্যান্ড আওয়ামীলীগের সহ-সভাপতির পদে বহাল ছিলেন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড (বেইন)-এর সাবেক সভাপতি মোহাম্মদ বেলালের সমন্ধি ও সঞ্চিতা বেলাল রুপা'র বড় ভাই।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|