শিরোনাম: |
বগুড়ার নন্দীগ্রামে ছাত্রলীগ ও তাতী লীগের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে বাসষ্ট্যান্ড বঙ্গবন্ধু চত্বরে পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সজিব আহসানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেন, আ’লীগ নেতা শফি উদ্দিন, জুলফিকার আলী, কালিপদ রায়, আনিছুর রহমান আলো, মুক্তার হোসেন, মোফাজ্জল হোসেন, আনন্দ কুমার, মোজাম্মেল হক, শ্রমিক লীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, পৌর শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক সানোয়ার হোসেন মিলন, ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম, রিপন, সৌরভ, রাব্বী প্রমূখ। এরপরে পৌর ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সভায় বক্তারা বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে কুখ্যাত ডাকা বুলু মিয়াসহ তার পৃষ্টপোষকদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|