Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ রোগী খরায় ক্ষতিগ্রস্ত কলকাতার হাসপাতাল ■ খুবি শিক্ষার্থীদের মারধর, ধাওয়া-পাল্টা-ধাওয়া ■ তারা মনে করছে ঠান্ডা হয়ে গেছি, আমি ঠান্ডা হই নাই ■ নির্বাচনী রোডম্যাপ পেলে কেউ ষড়যন্ত্রের সাহস পাবে না ■ দেশ, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক ■ দু-এক দিনের মধ্যে সুখবর আসছে ■ সংলাপে যেসব বিষয়ে কথা হয়েছে, জানালেন আসিফ নজরুল
হাবিপ্রবিতে ৪ দিনব্যাপী অনলাইন টিচিং ও লার্নিং বিষয়ক প্রশিক্ষণ
Published : Sunday, 23 August, 2020 at 9:45 PM

হাবিপ্রবিতে ৪ দিনব্যাপী অনলাইন টিচিং ও লার্নিং বিষয়ক প্রশিক্ষণ

হাবিপ্রবিতে ৪ দিনব্যাপী অনলাইন টিচিং ও লার্নিং বিষয়ক প্রশিক্ষণ

কোভিড-১৯ মহামারির মধ্যে একাডেমিক কার্যক্রম সচল ও ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা কার্যক্রমে সংযুক্ত রাখার উদ্দেশ্যে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (IQAC) এর ব্যবস্থাপনায় “Effective Online Teaching and Learning Practices for the Teachers of HSTU” শীর্ষক গ্রুপ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

গত ১৯ তারিখ  উক্ত কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. মোঃ ফজলুল হক (মুক্তিযোদ্ধা) এবং সভাপতিত্ব  করেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল এর পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার । চারদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আজ তৃতীয় তম দিন চলছে। আগামী ২৪ তারিখ পর্যন্ত  কর্মশালা চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, কোভিড-১৯ এর কারণে দেশের যে কয়েকটি খাত খুব বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে তার মাঝে শিক্ষা খাত অন্যতম। এই কয়েক মাসে শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। তাই এখন আর বসে থাকার সময় নেই, আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমের মাধ্যমে এই ক্ষতি কাটিয়ে উঠার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী , ইউজিসিসহ সকলেই অনেক আন্তরিক। অনলাইন শিক্ষা কার্যক্রমে বেশ কিছু বাঁধা আছে সেগুলো সমাধানের চেষ্টা চলছে।

এক্ষেত্রে শিক্ষকদের আন্তরিকতার সাথে কাজ করার জন্য আহবান জানিয়ে তিনি বলেন এই প্রশিক্ষণ কর্মশালা দ্বারা শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে। এ ধরণের কর্মশালা আয়োজনের জন্য তিনি ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh


আপনার মতামত দিন
জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ পালনের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
Monday, 25 November, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up