শিরোনাম: |
কুমিল্লার চৌদ্দগ্রামে হাসমত আলী ফাউন্ডেশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া দৈনিক বাজারে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার। হাসমত আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঘোলপাশা ইউনিয়ন আ’লীগের সভাপতি এডভোকেট নঈমুল হক মজুমদার রাফিদ।
ঘোলপাশা ইউনিয়ন আ’লীগ নেতা লায়ন শেখ কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঘোলপাশা ইউনিয়ন আ’লীগ নেতা মো. আমিনুল ইসলাম মিয়াজী, ইউনিয়ন যুবলীগ নেতা ও ইউপি সদস্য মো. নুরুল বাহার, উপজেলা যুবলীগ নেতা মো. ফারুক আব্দুল্লাহ্, ইউনিয়ন যুবলীগ নেতা মো. জামাল উদ্দীন, ইউনিয়ন আ'লীগের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন বাঙালী, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. ইউসুফ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. এনামুল হক পিন্টু, যুগ্ম-সাধারণ শহিদুল ইসলাম সবুজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মো. মেহরাব হোসেন বাবু, ইউনিয়ন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মো. আকতার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. সৈকত হোসেন সজীব প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলীগ নেতা মো. আবুল খায়ের, মো. আব্দুল মান্নান, মো. শাহ্ আলম, ইউনিয়ন শ্রমিক লীগ সভাপতি মো. আবুল খায়ের, যুবলীগ নেতা গাজী কামাল, সাঈদ খোকন, শহিদুল ইসলাম, স্থানীয় আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/বি
আপনার মতামত দিন
|