শিরোনাম: |
কুষ্টিয়ার ভেড়ামারায় দুই ছেলেধরাকে আটক করেছেন স্থানীয়রা। এসময় তাদের কাছ থেকে অপহৃত দুই শিশু খোদেজা (৭) এবং আনজেলাকে (৫) উদ্ধার করা হয়।
আজ বিকেলে ভেড়ামারা উপজেলার বারোমাইল এলাকা থেকে তাদের আটক করে স্থানীয়রা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
বিষয়টি জানিয়েছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম। আটকৃতরা হল, মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের দহগ্রাম এলাকার চুনু মিয়া (৫২) এবং তার স্ত্রী যমুনা খাতুন (৪৫)।
বাহিরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বর ফারুক হোসেন বলেন, বিকেলে ভেড়ামারা শহর থেকে একটি অটোরিকশা ভাড়া করেন ওই দুই ছেলেধরা। তারা ভেড়ামারা থেকে বারোমাইল এ যাচ্ছিলেন। তাদের মধ্যে কথাবার্তা সন্দেহজনক হওয়ায় অটোরিকশার চালক আমার বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে আমাকে এবং স্থানীয়দের খবর দেন। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা শিশু দুটিকে অপহরণ করে নিয়ে এসেছে বলে জানায়। শিশু দুটি আমাদের গ্রামেরই।
ওসি আবুল কালাম জানান, শিশু দুটি গত তিনদিন ধরে নিখোঁজ ছিল। এ ব্যপারে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|