শিরোনাম: |
কুষ্টিয়ার মিরপুরে তালাবদ্ধ নিজ ঘর থেকে শিলা খাতুন (২৪) নামের এক গৃহবধুর চাদরে ঢাকা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত সাড়ে ১২টার দিকে মিরপুর পৌরসভার কুরিপোল এলাকার জিকে সেচ প্রকল্পের গেট সংলগ্ন এলাকার নিজ ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিলা খাতুন উক্ত এলাকার মেহেদীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরেই মেহেদী ও তার স্ত্রী শিলা খাতুনের সংসারে কলোহ লেগেই ছিলো। প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। গত দুদিন আগে মেহেদী ঘরে তালা দিয়ে তার বাচ্চাকে নিয়ে কোথায় চলে গেছে। দুদিন ধরে ঘর তালাবদ্ধ অবস্থায়। পরে স্থানীয়দের সন্দেহ হলে ঘরের দরজা একটু ফাঁকা করে চাঁদরে ঢাকা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পুলিশ ঘরের তালা ভেঙ্গে মরদেহ উদ্ধার করেছে। কিভাবে মৃত্যু হয়ে এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে ধারনা করা হচ্ছে পারিবারিক কলোহের জেরে এ ঘটনা ঘটতে পারে।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|