শিরোনাম: |
নাটোর সদরের হরিশপুর এলাকায় এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার ধর্ষককে আটক করেছে পুলিশ। আজ দুপুরে নিজ কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
পুলিশ সুপার জানান, গত ১৪ আগস্ট তারিখে নাটোর শহরের হরিশপুর ইউনিয়নের রাজিবপুর এলাকায় গণধর্ষণের ঘটনা ঘটে। এরপরে ভুক্তভোগীরা পুলিশের দ্বারস্থ হলে পুলিশ ভুক্তভোগীদের নিজেদের তত্ত্বাবধানে নিয়ে অভিযানে নামে। এমতাবস্থায় গত রাতে অভিযান চালিয়ে হরিশপুর এলাকার চিহ্নিত বখাটে সাদ্দাম, রুবেল ও ফারুক নামে তিন ধর্ষককে আটক করে। পরে তাদের সহযোগী রাশেদ ড্রাইভারকে আটক করে পুলিশ। ভুক্তভোগী গার্মেন্টস কর্মীকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে দেশের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ সুপার।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|