শিরোনাম: |
কাতারে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে। শনিবার রাজধানীর দোহার আল হেলাল দূতাবাস প্রাঙ্গণে স্থানীয় সময় সকাল ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ। দ্বিতীয় পূর্বে পরে রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে ও ৩য় সচিব এ কে এম মনিরুজ্জামান চৌধুরীর পরিচালনায় আলোচনায় অংশ নেন, শ্রম কাউন্সিলর ড. মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, শ্রম কাউন্সিলর মোহাম্মদ রবিউল ইসলাম, পাসপোর্ট ও ভিসা বিভাগের কাউন্সিলর মোহাম্মদ নাজমুল হাসান, প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ মাহবুব রহমান।
অনুষ্ঠানে করোনার কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে কাতার আওয়ামী লীগে ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বাংলাদেশ কমিউনিটির নেতাকর্মী ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান। অনুষ্ঠান শেষে ১৫ আগস্টের নিহতদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দেশসংবাদ/প্রতিনিধি/এনকে
আপনার মতামত দিন
|