শিরোনাম: |
চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসনের প্রণয়ন করা কর্মসূচী অনুযায়ী স্ব-স্ব উপজেলা প্রশাসনের আয়োজনে শোকদিবস পালিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক এজেডএম নুরুল হক। এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, সদর উপজেলা প্রশাসনসহ অনান্য দপ্তরের প্রধানগণ।
শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার সাকিব আল রাব্বির সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শোক দিবস পালিত হয়।
নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ নির্বাহী অফিসার সাবিহা সুলতানার সভাপতিত্বে উপজেলা সভা কক্ষে আলোচনা সভার মধ্যদিয়ে নাচোলে শোক দিবস পালিত হয়।
ভোলাহাট উপজেলার আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং নির্বাহী অফিসার রাজিবুল আলমের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জীবনী থেকে আলোচনার মাধ্যমে শোক দিবস পালিত হয়।
অন্যদিকে গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে সকল নিয়মানুযায়ী শোক দিবস পালিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ব্যানারে সাধারণ সম্পদক আঃ ওদুুদের সভাপতিত্বে জেলা আওয়ামীলীগ অফিসের সামনে পতাকা উত্তোলন আলোচনা সভা ও দোআ মাহফিল করে শোকদিবস পালন করেন আওয়ামীলীগ নেতারা।
তাছাড়া, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, জেলা কমিটি, নবাবগঞ্জ সরকারি কলেজ, শাহ নেয়ামতুল্লাহ কলেজসহ বিভিন্ন সামাজিক সংগঠন শোক দিবস পালন করেছে বলে জানা যায়।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/mmh
আপনার মতামত দিন
|