জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেছেন।
শনিবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে দোয়া ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্ট শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
জানা যায়, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক রাকিকুল ইসলাম বাধন, যুগ্ম সাধারণ সম্পাদক শামস ঈ নোমানসহ কেন্দ্রর বিভিন্ন নেতাকর্মীদের সাথে একাকিত্ব হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় ইবি শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, নাসিম আহমেদ জয়,বাধন মাহমুদ, মামুনসহ স্থানীয় বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ১৫ই আগস্ট বাঙ্গালীর ইতিহাসের একটি কলঙ্কজন অধ্যায়। জতির পিতাকে হত্যার মধ্যে দিয়ে সেদিন যে অপশক্তির উত্থান হয়েছিল সেই অপশক্তিকে চিরতরে নির্মুল না করা পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের প্রতিটা নেতা কর্মীবৃন্দ লড়াই করে যাবে বলে আমি বিশ্বাস করি।এবং সেই সাথে বঙ্গবন্ধুর পলাতক যে খুনিরা দেশের বাইরে রয়েছে অনতিবিলম্ব তাদের দেশে ফিরিয়ে নিয়ে এসে শাস্তির দাবী রাখছি।