বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে নন্দীগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ম্যুরালে পৃথক পৃথক ভাবে শ্রদ্ধা নিবেদন করেন।
বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাসষ্ট্যান্ড বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভা, র্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি’র স লানয় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেন, আ’লীগ নেতা শফি উদ্দিন, মখলেছুর রহমান মিন্টু, জুলফিকার আলী, কালিপদ রায়, বীর মুক্তিযোদ্ধা একরাম হোসেন, নিকুঞ্জু রায়, মোতাহার হোসেন, আনিছুর রহমান আলো, নূর মোহাম্মদ, সেকেন্দার আলী, জালাল উদ্দিন, হাফিজুর রহমান, মুক্তার হোসেন, আনোয়ার হোসেন, মোজাম্মেল হক, লুৎফর রহমান, তীর্থ সলিল রুদ্র, মোফাজ্জল হোসেন, আবদুল্লাহেল বাকী, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, শ্রমিক লীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি রেজাউল করিম, যুবলীগ নেতা ফারুক হোসেন, সুজন প্রামানিক, পৌর শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক সানোয়ার হোসেন মিলন, ছাত্রলীগ নেতা আবু নোমান নাদিম, আবু তৌহিদ রাজীব, আল-জাহিদ, মশিউর রহমান প্রমূখ। এরপরে একটি শোক র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপূর্বে সকাল সাড়ে ১০ টায় পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপর দিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আফজাল হোসেনের সভাপতিত্বে শোক দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ প্রমূখ।