বান্দরবানে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি উম্মোচন করা হয়েছে।
আজ ১৪ই আগস্ট (শুক্রবার) সকালে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই প্রতিকৃতি উম্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় দোয়া ও মোনাজাতের পর প্রতিকৃতি উম্মোচন করা হয়। পরে নবনির্মিত প্রতিকৃতি উম্মোচন করে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ উপস্থিত অতিথিরা।
এ সময় প্রতিকৃতি উম্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজা সরোয়ার, রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র রোয়াংছড়ি উপজেলা প্রকৌশলী মোঃ ইফরাত বিন মুনীর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বনাথ তংচঙ্গ্যাসহ উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।