Published : Thursday, 13 August, 2020 at 10:04 PM, Update: 14.08.2020 9:54:22 AM
কুমিল্লার মুরাদনগরে জাঁকজমকপূর্ণভাবে বার্তা বাজার ডট কম এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মুরাদনগর প্রেসক্লাবে বার্তা বাজার ডট কম এর প্রতিনিধির আয়োজনে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
বার্তা বাজার ডট কম এর মুরাদনগর উপজেলা প্রতিনিধি মোঃ নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের।
আরো উপস্থিত ছিলেন, দৈনিক সমকাল পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি বেলাল উদ্দিন আহম্মেদ, মুরাদনগর প্রেসক্লাবের উপদেষ্টা আক্তার হোসেন মেম্বার, আহসান হাবিব শামিম, হেলাল উদ্দিন চৌধূরী, কেএম শারফিন শাহ্, আরিফুল ইসলাম সাহেদ, আবিদ আলী, জহিরুল ইসলাম জুয়েল, বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের আহবায়ক আবু মূছা আল কবির, দৈনিক মানবকন্ঠ পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি মাহবুব আলম আরিফ, আজকের বিজনেস বাংলাদেশের সফিকুল ইসলাম, যুগান্তরের সুমন সরকার, গণকন্ঠের দেলোয়ার হোসেন, আমাদের নতুন সময়ের ফাহাদ রহমান, জয়জাত্রা টেলিভিশনের এনএ মুরাদ, সরেজমিনের রাসেল মিয়া, আমার সংবাদের এম এইচ শুভ, একুশে সংবাদের নজরুল ইসলাম, ভোরের পাতার মাহফুজুর রহমান, মাতৃভূমির খবরের মনির হোসেন, মানব বার্তার অনিক হাসান, কুমিল্লা টাইমস ডট অনলাইন টিভির শিমুল, কুমিল্লা নিউজের আরিফ গাজী প্রমূখ। দেশসংবাদ/প্রতিনিধি/এনকে