শিরোনাম: |
আমেরিকা প্রবাসী দিল আফরোজ ও নজরুল ইসলাম এর অর্থায়নে কুড়িগ্রামের উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র তীরবর্তী হাতিয়া গ্রামে ৪ শতাধিক বন্যার্তদের মাঝে বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ করেন কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান (বিপিএম)। এ সময় কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ.ম আতাউর রহমান বিপ্লব, হাতিয়া ইউপি চেয়ারম্যান বিএম আবুল হোসেন, সাংবাদিক শফিকুল ইসলাম বেবু, লাইলী বেগম, জিএম সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন। ত্রাণ হিসেবে ১০ কেজি চাল, ৩ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবন ও ১টি সাবান ছিল।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/বি
আপনার মতামত দিন
|