বান্দরবানে লামা উপজেলায় গরু চড়াতে গিয়ে ৯ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার দুপুরে চম্পাতলি আর্মি ক্যাম্প উত্তর পশ্চিমে ঘিলা পাড়া এলাকায় নয় বছরে বয়সী শিশুকে ধর্ষণের শিকার ঘটনাটি ঘটেছে বলে লামা থানার পুলিশ সূত্রে জানা যায়। শিশুটিতে বর্তমানে লামা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
মেয়ে শিশুটির বাবা ইলিয়াস জানান, তাদের গৃহপালিত গরু গ্রামের পাশে জঙ্গলে চড়াতে গেলে ঐ এলাকার মোঃ কাদের (৩০) নামে এক ব্যক্তি তার মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে মেয়েটিকে জঙ্গলের পাশে অজ্ঞান অবস্থায় দেখতে পায় এবং তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত ধর্ষক মোঃ কাদের চকোরিয়া উপজেলা রঙ মহল এলাকার আবুল হোসেনের ছেলে।
লামার থানা ওসি মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে থানাতে এনে জিজ্ঞেসাবাদ চলছে।