Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ শেখ হাসিনার আমলের প্রবৃদ্ধির পুরোটাই ভুয়া ■ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন যারা ■ সালমান ও তার দুই প্রতিষ্ঠানের ২৫০ কোটি টাকার সম্পদ ক্রোক ■ বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার ■ ‘বিএনপির নিরপেক্ষ সরকারের দাবি ১/১১ গঠনের ইঙ্গিত’ ■ রিজার্ভ চুরির ঘটনায় সিআইডির তদন্ত এখতিয়ারবহির্ভূত ■ বিচারক নিয়োগ অধ্যাদেশ বৈষম্যমূলক দাবি বার সভাপতি
সাদুল্লাপুরে রচনা প্রতিযোগিতা আয়োজন করলেন নবীনেওয়াজ
Published : Sunday, 9 August, 2020 at 12:48 PM

সাদুল্লাপুরে রচনা প্রতিযোগিতা আয়োজন করলেন নবীনেওয়াজ

সাদুল্লাপুরে রচনা প্রতিযোগিতা আয়োজন করলেন নবীনেওয়াজ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কোভিড-১৯ এর দূর্যোগকালীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শুধু সাদুল্লাপুর উপজেলার শিক্ষার্থীদের সৃজনশীল মেধা অন্বেষণের লক্ষ্যে  "সাদুল্লাপুর উন্নয়নে করনীয়" শীর্ষক রচনা প্রতিযোগিতার আয়োজন করলেন  গাইবান্ধা জেলার প্রাথমিক শিক্ষায় শ্রেষ্ট  উপজেলা নির্বাহী অফিসার মোঃ নবীনেওয়াজ।

উপজেলা নির্বাহী অফিসার সুত্রে জানাযায়, রচনা প্রতিযোগিতা চারটি গ্রুপে আয়োজন করা হয়েছে । "ক  গ্রুপ"  তৃতীয় হতে পঞ্চম শ্রেণী পযর্ন্ত (২০০ শব্দের মধ্যে ), "খ গ্রুপ " ষষ্ঠ হতে দশম শ্রেনি পযর্ন্ত  (২৫০ শব্দের মধ্যে) "গ  গ্রুপ" একাদশ হতে স্নাতক শ্রেনী পযর্ন্ত  (৩০০ শব্দের মধ্যে), "ঘ গ্রুপ " সকলের জন্য উন্মুক্ত (৫০০ শব্দের মধ্যে), "ঙ গ্রুপ " নার্সারী হতে পঞ্চম  শ্রেণি পযর্ন্ত  চিত্রাঙ্কন প্রতিযোগিতা ' বিষয় সাদুল্লাপুরে প্রাকৃতিক সৌন্দর্য । 

এ অবস্থায় তাঁর নিয়ন্ত্রনাধীন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাথে সমন্বয়পূর্বক আগামী ৩১ আগষ্ট ২০২০ তারিখের মধ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ঘরে বসে রচনা প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা প্রদান করা হয়। নিয়মে বলা হয়,  সহস্তে  রচনা ক্ষেত্রে (এ-৪)  সাইজের কাগজে  শধুমাত্র এক পৃষ্টা লেখার জন্য ব্যবহার করতে হবে এবং অপর পৃষ্টা ফাঁকা রাখতে হবে ও প্রতি পৃষ্টার বাম পার্শ্বে মার্জিনের জন্য ১ ইঞ্চি জায়গা  ফাঁকা রাখতে হবে।  চিত্রাঙ্কনের ক্ষেত্রে বিদ্যালয়ের নির্ধারিত ড্রয়িং /খাতা কাগজ ব্যবহার করতে হবে। প্রত্যেক প্রতিযোগীকে (এ-৪)  সাইজের কাগজে অর্ধেক অংশে প্রতিযোগীদের নাম, শ্রেনী, শিক্ষা প্রতিষ্ঠানের নামসহ প্রধানের স্বাক্ষর সত্যায়িত করে  রচনা ও চিত্রাঙ্গন  আগামী ১ সেপ্টেম্বর ২০২০ তারিখের মধ্যে উপজেলা মাধ্যমিক  শিক্ষা অফিসার ও  উপজেলা শিক্ষা অফিসার  সাদুল্লাপুর  দপ্তরে পৌছাতে হবে।

বিজয়ী প্রতিগ্রুপে ১০ জনকে আগামী ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে পুরুস্কৃত করা হবে। প্রথম পুরস্কার তিন হাজার (৩০০০) টাকার বই, দ্বিতীয় পুরস্কার আড়াই হাজার (২৫০০) টাকার বই, তৃতীয় পুরস্কার (২০০০) টাকার বই, চতুর্থ পুরস্কার (১৫০০) টাকার বই, পঞ্চম  পুরস্কার (১০০০/-) টাকার বই, ষষ্ঠ থেকে দশম পুরস্কার ৫০০ টাকার বই। এ ব্যাপারে সাদুল্লাপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক  পলাশ চন্দ্র বলেন, করোনায় সব স্কুল কলেজ বন্ধ হওয়ায় ছাত্র /ছাত্রীরা বাড়ীতেও পড়াশুনা করছে না, স্যার এ উদ্দ্যোগ নেওয়ায় হয়তো বাড়ীতে ছাত্র/ছাত্রীরা পড়াশুনা করবে  এবং এ  ধরনের এটাই প্রথম উদ্দ্যোগ নেওয়ায় স্যারকে ধন্যবাদ জানাই।

দেশসংবাদ/প্রতিনিধি/এনকে


আপনার মতামত দিন
দিনাজপুরের তাপমাত্রা ১০ ডিগ্রিতে নিচে
দিনাজপুর প্রতিনিধি
Tuesday, 21 January, 2025
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
পঞ্চগড় প্রতিনিধি
Friday, 10 January, 2025
১০ ডিগ্রির নিচে নামল পঞ্চগড়ের তাপমাত্রা
পঞ্চগড় প্রতিনিধি
Monday, 30 December, 2024
সীমান্ত থেকে কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ
পঞ্চগড় প্রতিনিধি
Wednesday, 18 December, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: info@deshsangbad.com
up