মোটরসাইকেল দুর্ঘটনায় ঝরে গেলো আরও একটি তাজা প্রাণ! এবার প্রাণ গেলো কেরানীগঞ্জ ক্রিকেটের পরিচিত মুখ এমদাদ হোসেন নাঈম। নাঈম উপজেলার রোহিতপুর ইউনিয়নের ধর্মশুর গ্রামের মোঃ রব মিয়ার ছেলে।
সে গত ২৬ জুলাই মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ীতেই অবস্থান করছিল। কিন্তু হঠাৎ কিছু বুঝে উঠার আগেই আজ ৮ আগস্ট শনিবার বিকেলে মৃত্যুর কোলে ঢলে পরে প্রতিভাবান এই ক্রিকেটার।
রাত ১০ টায় জানাজা শেষে ধর্মশুর কেন্দ্রীয় গোরস্তানে তাকে দাফন করা হয়। তার অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ডিসিসিএম এর সাধারণ সম্পাদক আলী হোসেনসহ ক্রিকেট সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।
উল্লেখ্য, কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির ছাত্র এমদাদ হোসেন নাঈম ঢাকা লীগের ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা ওয়ান্ডারাস ক্লাবের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। ক্রিকেটে তার দ্রুত উন্নতি কেরানীগঞ্জবাসীকে ভালোকিছুর স্বপ্ন দেখাচ্ছিল। কিন্তু বড় অসময় সে চলে গেলো না ফেরার দেশে।