জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী বগুড়ার নন্দীগ্রামে পালন করা হয়েছে। শনিবার বাদ আছর স্থানীয় বাসষ্ট্যান্ড দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি, পৌর আ’লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেন, আ’লীগ নেতা শফি উদ্দিন, জুলফিকার আলী, কালিপদ রায়, মখলেছুর রহমান মিন্টু, আনিছুর রহমান আলো, হাফিজুর রহমান নান্টু, মোতাহার আলী, নিকুঞ্জু কুমার, লুৎফর রহমান, মুক্তার হোসেন, মোজাম্মেল হক, মোফাজ্জল হোসেন, শ্রমিক লীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, তাতী লীগের সভাপতি আবু নোমান, ছাত্রলীগ নেতা আল নোমান নাদিম, সজিব আহসান, সৌরভ হোসেন, সোহান, রিপন প্রমূখ।