শিরোনাম: |
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার করতোয়া নদীতে গোসল করতে গিয়ে জীবন হারালো দুই বন্ধু । ঘটনাটি ঘটেছে হোসেনপুর ইউনিয়নে চেরেঙ্গা বাঁধ এলাকায়।
৭ আগষ্ট (শুক্রবার) দুপুরে হাঁসবাড়ী এলাকা হতে ছেলেমেয়েসহ মোট ৭ জন ২ কিঃ মিঃ দুরে করতোয়া নদীতে গোসল করতে যায় এক পর্যায়ে নদীর চোরাবালিতে কয়েকজন আটকে যায়। এর মাঝে দুজন চোরাবালিতে আটকে যায় পরে স্থানীয়রা ঘটনাস্থলে মৃত অবস্থায় দুজনকে উদ্ধার করে। নিহত দুজন হলেন সিয়াম (২১) ও সাজিব হোসেন (২১)। নিহত সিয়ামের নানা হলেন জগৎনাথপুর গ্রামের জয়নাল আবেদীন দুদু পুলিশ।
গত ৩ দিন হলো সিয়াম তার বন্ধু সাজিবকে নিয়ে নানার বাড়ীতে বেড়াতে এসেছিলো। তাদের বাড়ী বগুড়া উপশহরে বলে জানা যায়। পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদুর রহমান বিষয়টি "দেশসংবাদ নিউজ কে নিশ্চিত করেছেন।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/বি
আপনার মতামত দিন
|