Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ পবিপ্রবিতে র‌্যাগিংয়ে ৩ শিক্ষার্থী হাসপাতালে, বহিষ্কার ৭ ■ কাওরান বাজার এলাকায় উত্তেজনা, টিয়ারশেল নিক্ষেপ ■ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যু ■ দামের রেকর্ড ভেঙে শীর্ষে পন্ত ■ বছরে ২ বারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা ■ ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ ■ কর্মসূচি স্থগিত, ডিএমপি সাথে বৈঠক সোমবার
আমিরাতে পালিয়েছেন স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোস!
Published : Friday, 7 August, 2020 at 7:34 PM, Update: 08.08.2020 12:08:26 AM

আমিরাতে পালিয়েছেন স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোস!

আমিরাতে পালিয়েছেন স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোস!

দুর্নীতির একটি অভিযোগের তদন্ত শুরু হওয়ার পর দেশ ছেড়েছেন স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোস। ছয় বছর আগে ছেলের কাছে ক্ষমতা হস্তান্তর করেন কার্লোস। সৌদি আরবে একটি দ্রুত গতির রেল প্রকল্প নির্মাণের চুক্তিতে কার্লোসের বিরুদ্ধে জুন মাসে দুর্নীতি অভিযোগ তদন্ত করার নির্দেশ দিয়েছিল স্পেনের সুপ্রিম কোর্ট। দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হওয়ার পর দেশ ছেড়ে পালানো সাবেক স্প্যানিশ রাজা হুয়ান কার্লোস এখন সংযুক্ত আরব আমিরাতে আছেন। আবুধাবির এমিরেটস প্যালেস হোটেলে অবস্থান করছেন তিনি। শুক্রবার (৭ আগস্ট) স্পেনের দৈনিক সংবাদপত্র এবিসি নিউজের প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

১৯৭৫ সালে স্পেনের স্বৈরশাসক জেনারেল ফ্রাঙ্কোর মৃত্যুর পর দেশটিকে গণতন্ত্রের পথে নিয়ে আসার ক্ষেত্রে হুয়ান কার্লোস বেশ দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। রাজ সিংহাসনে ৪০ বছর থাকার পর ২০১৪ সালে তিনি ছেলের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। সৌদি আরবের মক্কা-মদিনা রেল প্রকল্পের জন্য ৬০০ কোটি ডলারের কাজ পেয়েছিল স্পেনের একটি কোম্পানি। ২০১৪ সালে ক্ষমতা হস্তান্তরের পর সৌদি প্রকল্পের সাথে হুয়ান কার্লোসের দুনীতির সংশ্লিষ্টতা প্রমাণের উদ্যোগ নেয় দেশটির সুপ্রিম কোর্ট। তিনি যতক্ষণ পর্যন্ত রাজা ছিলেন, ততক্ষণ পর্যন্ত তার দায়মুক্তি ছিল। গত জুনে তদন্ত শুরুর নির্দেশ দেয় আদালত। এরপর হঠাৎই দেশ ছাড়েন সাবেক এ রাজা। তবে তিনি কোথায় আছেন সে ব্যাপারে আনুষ্ঠানিক কোনও তথ্য জানানো হয়নি।

এবিসি-এর প্রতিবেদনে বলা হয়, সোমবার (৩ আগস্ট) সকালে প্যারিস থেকে আবুধাবিগামী একটি ব্যক্তিগত বিমান স্পেনের ভিগো শহরে অবতরণ করে। সেখান থেকে হুয়ান কার্লোস, চার নিরাপত্তারক্ষী ও আরেক ব্যক্তিকে বিমানে তুলে নেওয়া হয়। আবুধাবির আল বাতিন বিমানবন্দরে পৌঁছানোর পর কার্লোস ও তার সঙ্গীদেরকে একটি হেলিকপ্টারে করে হোটেল এমিরেটস প্যালেসে নিয়ে যা্ওয়া হয়।

স্পেনের রাজপ্রাসাদের মুখপাত্র দাবি করেছেন, কার্লোস কোথায় আছেন তা তার জানা নেই। তার আইনজীবীর কাছ থেকেও এ ব্যাপারে জানতে চেয়ে সাড়া পাওয়া যায়নি। স্পেন সরকারও এ ব্যাপারে কিছু বলছে না। কিছু কিছু মিডিয়ার খবরে দাবি করা হয়েছে, কার্লোস ডমিনিকান রিপাবলিক ও পর্তুগালের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। তবে দুই দেশের কেউই কার্লোসের ব্যাপারে কিছু জানা নেই বলে দাবি করেছে।

উল্লেখ্য,স্পেনের সাবেক রাজা হুয়ান কার্লোসের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হওয়ায় তিনি দেশ ছেড়েছেন। স্পেনের রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে, কয়েক সপ্তাহ আগে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়েছে। সাবেক রাজা হুয়ান কার্লোস তার ছাড়ার সিদ্ধান্ত চিঠির মাধ্যমে ছেলে ফিলিপকে জানিয়েছেন। ছয় বছর আগে এই ছেলে ফিলিপের কাছে ক্ষমতা হস্তান্তর করেছিলেন তিনি। সাবেক এই রাজা জানিয়েছেন, তদন্তের জন্য যদি তার সাথে কথা বলার প্রয়োজন হয় তাহলে তার সাথে যোগাযোগ করা যাবে। সৌদি আরবে রেল প্রকল্প নির্মাণের চুক্তিতে হুয়ান কার্লোস-এর বিরুদ্ধে জন্য জুন মাসে দুর্নীতি অভিযোগ তদন্ত করার নির্দেশ দিয়েছিল স্পেনের সুপ্রিম কোর্ট।

দৈনিক সংবাদপত্র এবিসি নিউজের লিংক :
https://www.abc.es/espana/casa-real/abci-primer-viaje-juan-carlos-lunes-vigo-dabi-202008070630_noticia.html?fbclid=IwAR2A44IkH3RqquddEdFixFgGuW0anQBOBsE8PizlA9gZgcM2kfJnVMRpDmk
 
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/বি 


আপনার মতামত দিন
‘বোরকা নিষিদ্ধ’ হচ্ছে সুইজারল্যান্ডে
আন্তর্জাতিক ডেস্ক
Saturday, 9 November, 2024
যে কারণে ট্রাম্পকে অভিনন্দন পুতিনের
আর্ন্তজাতিক ডেস্ক
Friday, 8 November, 2024
স্পেনে আকস্মিক বন্যায় নিহত ছাড়িয়েছে দেড়শ
আন্তর্জাতিক ডেস্ক
Friday, 1 November, 2024
আকাশ প্রতিরক্ষায় আয়রন ডোম বানাবে তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
Wednesday, 30 October, 2024
রাশিয়ার দখলে ইউক্রেনের আরো দুটি গ্রাম
আর্ন্তজাতিক ডেস্ক
Saturday, 12 October, 2024
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up