শিরোনাম: |
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা কৃষকলীগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি এবং বিশেষ অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার ও যুগ্ম সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
গোবিন্দগঞ্জ পৌরসভার পান্থাপাড়া হাইস্কুল, কামারদহ ইউনিয়নের মাস্তা মাদ্রাসা ও চাঁদপাড়া হাইস্কুল এবং কোচাশহর ইউনিয়নের জগন্নাথপুর প্রাইমারী স্কুল মাঠে এ বৃক্ষরোপণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু, সাধারণ সম্পাদক খন্দকার মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কোচাশহর ইউপির সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নুরে আলম সিদ্দিকী, উপ-প্রচার সম্পাদক অধ্যক্ষ একেএম আব্দুর নুর, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এসএম রিপন, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম কমেট ও আনোয়ারুল ইসলাম প্রধান, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন আকন্দ, জেলা যুবলীগের সাবেক সহসভাপতি আলতামাসুল ইসলাম শিল্পী, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, পৌর কৃষকলীগের আহ্বায়ক জাফর উল্লাহ, সাবেক পৌর কাউন্সিলর সামস উদ্দিন ভেলা, বিশিষ্ট ব্যবসায়ী সুজাউল ফারুক সরকার ও মকবুল হোসেন মন্ডল, যুবলীগ নেতা চঞ্চল কুমার সরকার, সাবেক ছাত্রলীগ নেতা আলকাস উদ্দিন সরদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন রুমী ও শফিউল আলম হিরুসহ আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/বি
আপনার মতামত দিন
|