বগুড়ার নন্দীগ্রামে ঈদুল আযহা উপলক্ষে অসহায় ও দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী প্রদান করেছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা এলএলবি। ব্যাক্তি উদ্যোগে ৩০০ জন দুস্থ পরিবারের মাঝে তিনি এসব ঈদ উপহার বিতরণ করেছেন।
রোববার দুপুরে পৌরসভার রানা’র চত্বরে দুস্থ পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, চিনি, দুধ, তেলসহ অন্যান্য সামগ্রী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, আ’লীগ নেতা শফি উদ্দিন, মখলেছুর রহমান মিন্টু, মুকুল হোসেন, মুক্তার হোসেন, হাফিজুর রহমান নান্টু, নজরুল ইসলাম, তীর্থ সলিল রুদ্র, শ্রমিকলীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, পৌর শ্রমিকলীগের সাধারন সম্পাদক সানোয়ার হোসেন মিলন, তাতী লীগের সভাপতি আবু নোমান, ছাত্রলীগ নেতা আল নোমান নাদিম, আবু তৌহিদ রাজীব, আল-জাহিদ, আকাশ, রাব্বী হাসান প্রমূখ। দেশসংবাদ/প্রতিনিধি/এনকে