শিরোনাম: |
ঢাকার নবাবগঞ্জের জয়কৃষ্ণপুরের কাশিয়াখালী বেড়িবাঁধ এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নবাবগঞ্জ উপজেলা শাখা।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে বেড়িবাঁধ এলাকা এবং জয়কৃষ্ণপুরের বেশকিছু তলিয়ে যাওয়া এলাকা পরিদর্শন করেন৷ এমনকি তাদের স্বাস্থ্যসহ সব বিষয়ে খোঁজখবর নেন মানবাধিকার কর্মীরা৷
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন নবাবগঞ্জ উপজেলা শাখা সভাপতি জালাল উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক ও দেশ সংবাদের প্রতিনিধি ফিরোজ হেসেন, সহ-সভাপতি এ.এইচ.এম অারিফ, মামুন হোসেন।
অন্যদিকে পরিদর্শনকালে উপস্থিত থেকে মানবাধিকার কর্মীদের সকল ধরনের সহযোগীতা করেন জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মাসুদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন।
জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদুর রহমান জানিয়েছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আমরা যারা জনপ্রতিনিধি আছি সর্বক্ষণ জয়কৃষ্ণপুর পানিবন্দী পরিবারের খোঁজখবর নিচ্ছি৷
দেশসংবাদ/প্রতিনিধি/এনকে
আপনার মতামত দিন
|