শিরোনাম: |
নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রবাহ নামের বিশুদ্ধ খাওয়ার পানি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বান্দরবান জেলা প্রশাসক দাউদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানি সরবরাহের এ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রবাহ প্রকল্পের আওতায় বিএটি বাংলাদেশ এরই মধ্যে দেশে এটিসহ প্রায় ১১০ টি প্লান্ট স্থাপন করেছে, যা আর্সেনিক ও অন্যান্য ক্ষতিকর উপাদান পরিশোধিত করতে সক্ষম। অন্য প্রবাহ প্লান্টগুলো। এই প্লান্ট থেকে প্রতিদিন প্রায় ২০০’শ পরিবারের দৈনিক পানির চাহিদা মিটে।
গতকাল ( ২২ জুলাই ) দুপুর এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চট্রগ্রাম ডিভিশনাল লীফ ম্যানেজার (বিএটিবি) মামুনুর রশিদ। চট্রগ্রাম দক্ষিণ রিজিওনাল লীফ ম্যানেজার (বিএটিবি) দেওয়ান আমিনুল ইসলাম নাসিম।
আপনার মতামত দিন
|