Desh Sangbad
Desh Sangbad
শিরোনাম: ■ ৪৭তম বিসিএসে আবেদনের সময় বাড়ল ■ তুরস্কে রিসোর্টে আগুন, নিহত ৬৬ ■ শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি ■ সুইজারল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ■ বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, আহত ৭ ■ আবারও সীমান্তে বেড়া দেয়ার চেষ্টা, বিজিবির বাধা ■ চার অতিরিক্ত ডিআইজিসহ ২০ কর্মকর্তাকে বদলি
থেমে নেই নদী ভাঙ্গন
চাঁদপুরে জোয়ারে পানি বৃদ্ধি অব্যাহত
Published : Thursday, 23 July, 2020 at 2:12 PM

চাঁদপুরে জোয়ারে পানি বৃদ্ধি অব্যাহত

চাঁদপুরে জোয়ারে পানি বৃদ্ধি অব্যাহত

গত দুইদিন চাঁদপুরে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হয়েছে। ফলে শহরের নিচু এলাকা থেকে শুরু করে গ্রামগঞ্জের বাড়ি-ঘরের উঠোন, রাস্তাঘাট, খাল-বিল-ডোবা নালা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।

অনেক জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। তাছাড়া গত কয়েক দিন ধরে ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে বিভিন্ন নদনদীর পানি বেড়ে  যাওয়ার প্রভাবে চাঁদপুরের মেঘনা, ডাকাতিয়া ও ধনাগোদা এই তিন নদীর পানি জোয়ারে বৃদ্ধি অব্যাহত রয়েছে। মেঘনার পানি এখন বিপদসীমার উপর দিয়ে বইছে। পানির চাপে চলছে নদী ভাঙ্গনও।

জানা যায়, হাইমচর, চাঁদপুর সদর ও মতলব উত্তর উপজেলার নদী তীরবর্তী চর এলাকা প্লাবিত হয়েছে। এতে চরাঞ্চলের হাজার হাজার মানুষ পানিবন্দী অবস্থায় দুর্ভোগে পড়েছেন। মেঘনার পানি বৃদ্ধি এবং নদী ভাঙ্গনে সবচেয়ে খারাপ অবস্থা হাইমচর উপজেলার হাইমচর ও নীলকমল ইউনিয়নের মিয়ার বাজার, বাংলা বাজার, নূর বাজার, খোকন বেপারীর বাজার, ডিয়ারা বাজার, মাঝির বাজার চর এলাকার। এখানকার চরের অসংখ্য পরিবার নদী ভাঙ্গনে জায়গা-জমি, ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। পরিবার-পরিজন আর তাদের কাছে থাকা শেষ সম্বল গরু, বাছুর, হাঁস, মুরগি, ভাঙ্গা ঘরের আসবাবপত্র ট্রলারে করে নিয়ে আশ্রয়ের জায়গা খুঁজছে। এ পরিস্থিতিতে গত মঙ্গলবার (২১ জুলাই) উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী পানিবন্দী ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

অপরদিকে পদ্মা ও মেঘনা নদীর ভাঙ্গন থেমে নেই রাজরাজেশ্বরে। চাঁদপুর সদর উপজেলা রাজরাজেশ্বর ইউনিয়নের প্রায় অর্ধেক অংশ নদীতে বিলীন হয়ে গেছে। ইউপি চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী জানান, ইউনিয়নের বহু পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। নদী ভাঙ্গনে এ পর্যন্ত ৫শ' পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। হানারচর ও ইব্রাহিমপুর ইউনিয়নে নদী ভাঙ্গন অব্যাহত রয়েছে।

এছাড়া মতলব উত্তর উপজেলায় চরাঞ্চলের বহু পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বেড়িবাঁধের বিভিন্ন পয়েন্টও ঝুঁকিপূর্ণ।

এদিকে চাঁদপুর শহর রক্ষা বাঁধ ঘেঁষে পদ্মা-মেঘনার পানির প্রবল স্রোত বয়ে যাওয়া অব্যাহত রয়েছে। এতে আবারো শহররক্ষা বাঁধ ভাঙ্গনের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। পুরাণবাজার ঠোঁডা ও হরিসভা পয়েন্টে নদী ভাঙ্গনের ঝুঁকি বেশি বলে জানান তারা।

এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, চাঁদপুরের মেঘনাসহ ১৭টি নদীর পানি ২৮টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল এবং ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এতে ব্রহ্মপুত্র, যমুনা, ধরলা, তিস্তা ও মেঘনা অববাহিকার প্রধান নদ নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে।

দেশসংবাদ/প্রতিনিধি/এনকে


আপনার মতামত দিন
সমন্বয়ক রাফির ওপর হামলা, থানায় অভিযোগ
চট্টগ্রাম প্রতিনিধি
Tuesday, 21 January, 2025
কাউন্সিলরকে গুলি করে হত্যা
কক্সবাজার প্রতিনিধি
Thursday, 9 January, 2025
সাগর পথে আরও ৩৬ রোহিঙ্গার অনুপ্রবেশ
কক্সবাজার প্রতিনিধি
Sunday, 5 January, 2025
আরো খবর
সর্বশেষ সংবাদ
আরো খবর >>
https://deshsangbad.com/ad/1699508455_1491666999_th.jpg
সর্বাধিক পঠিত
ফেসবুকে আমরা
সম্পাদক
এফ. হোসাইন
উপদেষ্টা সম্পাদক
ব্রি. জে. (অব.) আবদুস সবুর মিঞা
ঠিকানা
৮০২ ভিআইপি রোড, কাকরাইল
ঢাকা-১০০০, বাংলাদেশ।
Developed & Maintenance by i2soft
যোগাযোগ
ফোন: +৮৮ ০২ ৪৮৩১১১০১-২
মোবাইল: +৮৮ ০১৭১৩ ৬০১৭২৯
ইমেইল: [email protected]
up