শিরোনাম: |
গোপালগঞ্জ জেলা কারাগার থেকে সাধারণ ক্ষমাপ্রাপ্ত ও জামিনে মুক্তি পাওয়া ৪০ কারাবন্দীকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার গোপালগঞ্জ জেলা কারাগার চত্বরে সাধারণ ক্ষমাপ্রাপ্ত ও সদ্য জামিনে মুক্তি পাওয়া ৪০ জনের হাতে এসব খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে জনপ্রতি ২৫ কেজি চাল, ৫ কেজি তেল, ১ কেজি ডিটারজেন্ট, ৫ টি সাবান , ৫ কেজি আলু, ৪ কেজি পেঁয়াজ , ৮ কেজি ডাল , ৫ টি মাস্ক, ২ কেজি চিনি ও ২ কেজি লবন।
মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের জেআইজেড-এর আর্থিক সহায়তায় আইআরএসওপি প্রকল্পের উদ্যোগে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এ সময় জেল সুপার জুবায়ের রহমান রাশেদ (ভারপ্রাপ্ত), জেলার মো. ফরিদুর রহমান রুবেল, উদ্যোক্তা সংগঠনের প্রকল্প সমনন্বয়ক মো. ইব্রাহিম মিয়া, মুনির হাসান মিটু, এ্যাডভোকেট মিনা খানমসহ প্রকল্পের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
দেশসংবাদ/প্রতিনিধি/এনকে
আপনার মতামত দিন
|