শিরোনাম: |
চাঁদপুর জেলায় আরও ১৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ১৮জনসহ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৩৭জন। বুধবার (২২ জুলাই) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আজ বুধবার(২২ জুলাই) ঢাকা থেকে রিপোর্ট এসেছে ২৮টি। এর মধ্যে পজেটিভ ১৮টি এবং নেগেটিভ ১০টি।
আক্রান্ত ১৮ জনের মধ্যে মতলব উত্তরে ৪জন, মতলব দক্ষিণ ২জন ও হাইমচরে ২ জন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত ১৫৩৭জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৫৭৪, হাইমচরে ১১৬, মতলব উত্তরে ১২৪, মতলব দক্ষিণে ১৭১, ফরিদগঞ্জে ১৭৫, হাজীগঞ্জে ১৫১, কচুয়া ৬৯ ও শাহরাস্তি ১৫৮জন।
এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৭০ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ২০, ফরিদগঞ্জ ৯জন, হাজীগঞ্জে ১৭জন, শাহরাস্তি ৬জন, কচুয়া ৬জন, মতলব উত্তরে ৮জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।
দেশসংবাদ/প্রতিনিধি/এফএইচ/বি
আপনার মতামত দিন
|