চাঁদপুর জেলায় আরও ৩০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত ৩০জনসহ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১৯ জন।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা থেকে রিপোর্ট এসেছে ৭৮টি। এর মধ্যে পজিটিভ ৩০টি এবং নেগেটিভ ৪৮টি।
আক্রান্ত ৩০ জনের মধ্যে চাঁদপুর সদরে ২২ জন, মতলব উত্তরে ১ জন, ফরিদগঞ্জ ১জন, হাজীগঞ্জে ৩ জন, কচুয়া ১ জন ও শাহরাস্তি ৩ জন।
এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত ১৫১৯জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৫৭৪, হাইমচরে ১১৪, মতলব উত্তরে ১১০, মতলব দক্ষিণে ১৬৯, ফরিদগঞ্জে ১৭৫, হাজীগঞ্জে ১৫১, কচুয়া ৬৯ ও শাহরাস্তি ১৫৮জন।
এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৭০ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ২০, ফরিদগঞ্জ ৯জন, হাজীগঞ্জে ১৭জন, শাহরাস্তি ৬জন, কচুয়া ৬জন, মতলব উত্তরে ৮জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।